ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনা নিরাপত্তা বাহিনীর হাতে দুই তিব্বতী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ফেব্রুয়ারি ১০, ২০১২
চীনা নিরাপত্তা বাহিনীর হাতে দুই তিব্বতী নিহত

সিচুয়ান: চীনা নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই তিব্বতী নিহত হয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই গুলির ঘটনা ঘটেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সম্প্রচার কেন্দ্র জানায়।



সম্প্রচারকেন্দ্র থেকে আরও বলা হয়, নিহত দুজন পরস্পর সম্পর্কে ভাই। বড় ভাইয়ের নাম ইয়েশে রিগসাল এবং ছোটো ভাইয়ের নাম ইয়েশে সামডার্ব। বৃহস্পতিবার তাদের গুলি করে হত্যা করা হয়। গত ২৩ জানুয়ারি লুহু অঞ্চলে চীন বিরোধী বিক্ষোভে অংশগ্রহন করে এই দুই ভাই।

সিচুয়ান প্রদেশের লুহু এবং অন্যান্য এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিব্বতের ওপর চীনা আগ্রাসণ বন্ধে চীনের তিব্বতী সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে বেশকিছু দিন ধরেই বিক্ষোভ দানা বেধে উঠেছে।
 
তবে দুই তিব্বতী নিহতের ঘটনায় চীনা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।