নয়াদিল্লি: জন্মসাল বিতর্কের জেরে সরকারের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে করা মামলা প্রত্যাহার করেছেন ভারতীয় সেনা প্রধান ভিকে সিং।
সেনা প্রধান জেনারেল ভিকে সিং চান তার জন্মতারিখ ১০ মে ১৯৫১ সাল মেনে নিক সরকার।
সমস্যা হলো দুই জন্মসালই সামরিক বাহিনীর বিভিন্ন নথিপত্রে উল্লেখ রয়েছে।
শুক্রবার আদালত সেনা প্রধানে আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
এখন দেখার বিষয় তিনি পদত্যাগ করবেন কি না। যদি জেনারেল ভিকে সিং পদত্যাগ করেন তাহলে পশ্চিমাঞ্চলী কমান্ডার শংকর ঘোষ অথবা কেন্দ্রীয় কমান্ডার ভিকে আহুলওয়ালি এবং পূর্বাঞ্চলী কমান্ডার জেনারেল বিক্রম সিংয়ের মধ্যে কোনো একজনকে পরবর্তী সেনা প্রধান হিসেবে বেছে নিতে হবে।
এদিকে মামলা প্রত্যাহারের পর সরকার বলেছে, সেনা প্রধানের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় যথেষ্ট সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে একটি কথাও বলেনি। আমরা আশা করি, এখান থেকেই তার দেশসেবার সমাপ্তি ঘটবে না।
সুপ্রিমকোর্ট ভিকে সিংয়ের প্রতি বলেছেন, সেনা প্রধান হিসেবে আমরা আপনার কাছ থেকে নিশ্চিত হতে চাই আপনি গত ৩৮ বছর যেভাবে দেশের সেবা করেছেন আপনার সেই সেবা অব্যাহত রাখবেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২