ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার আলেপ্পোতে গোয়েন্দা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ফেব্রুয়ারি ১০, ২০১২
সিরিয়ার আলেপ্পোতে গোয়েন্দা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১

দামেস্ক: সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে দু’টি পৃথক বিস্ফোরণে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রচারমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালের দিকে সংঘটিত বিস্ফোরণে সেনাসদস্য ও বেসামরিক লোকসহ মোট ১১ জন নিহত হয়েছে।



রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নগরীর গোয়েন্দা সংস্থার অফিস-কমপ্লেক্স এবং নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরণ দু’টি  ঘটে। এর জন্য সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলোকে দায়ী করেছে কর্তৃপক্ষ।

তবে সিরিয়ার সরকারবিরোধীদের দাবি, আলেপ্পোতে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে সেখানকার অধিবাসীরা।

২০১১‘র মার্চ থেকে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে দেশটির অন্যান্য শহরে সহিংসতা ছড়িয়ে পড়লেও আলেপ্পোতে এতোদিন পরিস্থিতি অনেকটা শান্ত ছিল।

এদিকে গত বৃহস্পতিবারও মধ্যাঞ্চলীয় হোমস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০০ জন নিহত হওয়ার দাবি করেছে সরকার বিরোধীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী ‘বিদ্রোহী’ নির্মূলের নামে নগরীতে বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে দমনাভিযান অব্যাহত রেখেছে বলে বিরোধীদের অভিযোগ।

তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে সিরিয়ায় সংঘটিত ঘটনাবলীকে যাচাই করা সম্ভব হচ্ছে না। সহিংসতা শুরুর পর থেকেই দেশটিতে বিদেশি সাংবাদিক প্রবেশাধিকার নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।