ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জেব্রার সাদা-কালো ডোরা রহস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, ফেব্রুয়ারি ১০, ২০১২
জেব্রার সাদা-কালো ডোরা রহস্য

ঢাকা: নিরীহ সুন্দর বন্যপ্রাণীদের মধ্যে জেব্রা অন্যতম। এদের সৌন্দর্যের বড় কারণ সম্ভবত তাদের গায়ের সাদা-কালো ডোরা।

কিন্তু বিজ্ঞানীরা এই সৌন্দর্য দেখেই সন্তুষ্ট নন, তারা জানতে চান জেব্রার শরীরে এমন ডোরা দাগ হওয়ার কীই বা প্রয়োজন ছিল?

এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্কও কম নেই। তবে সম্প্রতি এর একটা যৌক্তিক কারণ খুঁজে পাওয়ার দাবি করেছে হাঙ্গেরি এবং সুইডেনের বিজ্ঞানীরা।

জেব্রার সাদা-কালো ডোরা রহস্য উদঘাটন করেছেন বলে দাবি করছেন তারা। তাদের মতে, রক্তপায়ী একপ্রকার মাছির হাত থেকে বাঁচতেই এমন ডোরা দাগ হয়েছে জেব্রার শরীরে।

বিজ্ঞান সাময়িকী এক্সপেরিমেন্টাল বায়োলজিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তারা বলেছেন, সরু দাগগুলোর কারণে জেব্রাকে ওই মাছিদের কাছে মোটেই আকর্ষণীয় মনে হয় না।

আর এর প্রধান কারণ, জেব্রার বিশেষ ডোরাগুলো যেভাবে আলোর প্রতিফল ঘটায় তার প্রভাব।

বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে গবেষক দলটির সদস্য লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক সুসান আকেসোনা বলেন, ‘আমরা ঘোড়ার গায়ে কালো, বাদামি এবং সাদা আস্তরণ লাগিয়ে পর্যবেক্ষণ করেছি। দেখা গেছে, কালো এবং বাদামি বর্ণের ঘোড়াগুলো মাছিদের খুব আকর্ষণ করে।

কিন্তু সাদা রং ব্যবহার করলে যেভাবে আলো প্রতিফলিত হয় তা মাছিদের কাছে অস্বস্তিকর লাগে। এ কারণে তারা সেদিকটা এড়িয়ে চলে।

এই পর্যবেক্ষণ থেকে তারা জেব্রার ডোরা নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন।

গবেষকরা কালো, বাদমি এবং জেব্রার মতো সাদা-কালো ডোরার ঘোড়ার মূর্তি খোলা জায়গায় রাখলেন। দেখা গেল, সাদা-কালো ঘোড়ার দিকে সবচে কম মাছি আকৃষ্ট হচ্ছে।

জ্রেবার গায়ে কালো দাগ থাকার পরও কেনো মাছিরা আকৃষ্ট হচ্ছে না? এর জবাবে বিজ্ঞানীরা বলছেন, জেব্রার গায়ে কালো দাগগুলো অনেক সরু হওয়ার কারণে তা মাছিদের সেভাবে আকৃষ্ট করতে পারে না।

আর এটাই হলো জ্রেবার সাদা-কালো ডোরার আসল রহস্য।

তবে হাঙ্গেরি ও সুইডেনের বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণকে খুব আকর্ষণীয় বলে বর্ণনা করলেও বিবর্তনবাদী বিজ্ঞানীরা জেব্রার গায়ের ডোরার পেছনে অন্যান্য অনুমানকে বাদ দিতে পারছেন না।

তারা বলছেন, এই ব্যাখ্যা সঠিক হতে পারে। তবে এরকম ডোরার কারণে জেব্রার কাছে মাছিরা ভিড়ছে না। কিন্তু এক ধরনের মাছি শুধু জেব্রার রক্ত পছন্দ করে অথচ সেরকম ডোরা না থাকার পরেও ঘোড়া এবং গাধাকে ততোটা পছন্দ করে না কেনো তার ব্যাখ্যা তারা দেননি।

অন্য বিজ্ঞানীদের মতে, জ্রেবার ডোরা দাগের জন্য শুধু একটি কারণই নয় অন্য আরো অনেক কারণ থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।