ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান সফরে পাকিস্তানের গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
আফগানিস্তান সফরে পাকিস্তানের গোয়েন্দা প্রধান

আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাবুল সফরে গেছেন পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআইয়ের প্রধান লে. জেনারেল ফাইজ হামিদ।  

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, শনিবার সকালে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে জেনারেল ফাইজ হামিদ কাবুলে পৌঁছেছেন।

 

শনিবার তালেবানের নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তালেবানের আমন্ত্রণে সে উপলক্ষেই জেনারেল হামিদ কাবুল সফরে গেছেন।

আফগানিস্তানের জনপ্রিয় নিউজ চ্যানেল টোলোনিউজ জেনারেল হামিদের কাবুল সফরের ছবি প্রকাশ করেছে।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর পদস্থ পাকিস্তানি কর্মকর্তা হিসেবে প্রথম সফরকারী হলেন জেনারেল হামিদ।  

সফরকালে আইএসআই প্রধান তার তালিবানি সমকক্ষ নাজিবুল্লাহসহ অন্যান্য তালেবান কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

জেনারেল ফাইজ হামিদের কাবুল সফর সম্পর্কে এর চেয়ে বেশি আর কোনো তথ্য প্রচার করা হয়নি এবং তালেবানের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে তৃতীয়বারের মতো তালেবানের সরকার গঠনের তারিখ পিছিয়ে গেছে। অনেকেই ধারণা করছে, তালেবানের ভেতর অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং বিষয়টির সমাধানের জন্যই আইএসআই প্রধান কাবুল সফরে গেছেন।

আইএসআই প্রধানের কাবুল সফরের সংবাদ নিয়ে ব্যাপক জল্পনা চলছে। কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, আফগানিস্তানের ওপর পাকিস্তানের প্রভাব কতটুকু, তা এই সফরের মধ্য দিয়েই বোঝাতে চায় পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।