চীনে তরুণদের মধ্যে দিন দিন ভিডিও গেম খেলে সময় কাটানোর প্রবণতা বাড়ছে৷ কিন্তু শিশু-কিশোরদের ক্ষেত্রে এটি রীতিমতো আসক্তিকে পরিণত হচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ৷
এবার চীনে আইন করে ভিডিও গেম খেলার নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এ খবর দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে চালু হওয়া নতুন এ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা সপ্তাহে তিন ঘণ্টার বেশি ভিডিও গেম খেলতে পারবে না৷ নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ) বলছে আইনটি করা হয়েছে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে।
ভিডিও গেমে আসক্তদের জন্য ক্লিনিকও খুলেছে চীনের সরকার, যেখানে নানা থেরাপি দিয়ে আসক্তদের ভিডিও গেম থেকে দূরে রাখার চিকিৎসা দেওয়া হচ্ছে৷
পরিসংখ্যান অনুযায়ী, চীনের ৬২ দশমিক ৫ শতাংশ শিশু-কিশোর অনলাইনে গেম খেলে৷ কর্মদিবসেও ১৩ শতাংশের বেশি শিশু দৈনিক দুই ঘণ্টারও বেশি সময় মোবাইল গেমে যুক্ত থাকে৷
প্রসঙ্গত, ভিডিও গেমে শিশু-কিশোরদের আসক্তি কমানোর এমন আইনি উদ্যোগ এটাই প্রথম নয়৷ ২০১৯ সালেও এমন একটি আইন পাস করা হয়েছিল৷ সেখানে কর্মদিবসে দেড় ঘণ্টা ও ছুটির দিনে তিন ঘণ্টার কম সময় গেম খেলার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল৷
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
জেডএ