ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোমা মেরে ভারতের বিমানবাহী রণতরী উড়িয়ে দেয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
বোমা মেরে ভারতের বিমানবাহী রণতরী উড়িয়ে দেয়ার হুমকি ছবি: সংগৃহীত

বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেনামি উৎস থেকে এক ইমেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

সোমবার (০৬ সেপ্টেম্বর) ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে বেনামি উৎস থেকে একটি ইমেইল আসে। ইমেইলে 
বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করার হুমকি দেওয়া হয়।  

এছাড়াও কোচিন শিপইয়ার্ড এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দ্রুত পুলিশকে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। তদন্তে নামে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। এ ঘটনায় আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

কেবল স্থানীয় পুলিশই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেইল এলো, তা খুঁজে বের করার চেষ্টা করছে।

২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। বর্তমানে সমুদ্র ট্রায়াল চলছে এ রণতরীর।

সূত্র: হিন্দুস্তান টাইমস।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।