শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। কাশ্মীরের পার্বত্য অঞ্চলের একটি পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
কাশ্মীরের প্রধান শহর জম্মুর কাছে পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী বাসটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানায় সংবাদমাধ্যম।
স্থানীয় পুলিশের মুখপাত্র ফারুক আহমেদ খান জানান, বাসটির ২০ আরোহীর মধ্যে ১৯ জনই ঘটনাস্থলে মারা গেছে। গুরুতর আহত একমাত্র যাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।
মৃতদেহগুলো উদ্ধারের জন্য উদ্ধার কর্মীরা তৎপরতা শুরু করেছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। মূলত বেহাল সড়ক অবকাঠামো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই এজন্য দায়ী বলে মনে করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২