ত্রিপোলি: লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির সন্তান সাদি গাদ্দাফি লিবিয়ায় সদ্য গজিয়ে ওঠা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি লিবিয়ায় দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গাদ্দাফিপন্থীরা বিদ্রোহে নেমেছে।
নাইজারের এক টেলিভিশন সাক্ষাতকারে সাদি গাদ্দাফি বলেন, লিবিয়াতে এখনও আমাদের অনেক সমর্থক রয়েছে। এমনকি ক্ষমতাসীন জাতীয় অন্তর্বতী পরিষদের মধ্যেও আছে।
গত বছরের অক্টোবর মাসে লিবিয়ার সির্তে শহরে মুয়াম্মার গাদ্দাফি এনটিসি যোদ্ধাদের হাতে নিহত হয়।
ত্রিপোলি থেকে একজন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মী জানান, ত্রিপোলির বর্তমান কর্তৃপক্ষ গাদ্দাফিপন্থীদের সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে উৎকন্ঠিত। মনে হচ্ছে সাদি গাদ্দাফি কাছাকাছি কোথাও থেকে অভ্যুত্থানে নেতৃত্ব দেবে।
সাদি গাদ্দাফি আরও বলেন, যে কোনো মুহুর্তেই আমি লিবিয়াতে ফিরতে চাই। প্রথম কথা এই বিদ্রোহটা শুধু যে একটা বা কিছু এলাকাতে তা নয়। আমি দুর থেকে দেখছি কিভাবে লিবিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ছে এই বিদ্রোহ। আমার সঙ্গে প্রতিনিয়ত সেনাবাহিনী, মিলিশিয়া, এনটিসি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।
গত বছরের আগস্ট মাসেই সাদি গাদ্দাফি লিবিয়া ছেড়ে পাশ্বর্বর্তী দেশ নাইজারে পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২