ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিআইএ’র ওয়েবসাইট হ্যাক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, ফেব্রুয়ারি ১১, ২০১২
সিআইএ’র ওয়েবসাইট হ্যাক!

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র ওয়েবসাইট শুক্রবার হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে একদল হ্যাকার।

টুইটারে টুইট করা এক বার্তায় হ্যাকাররা জানায়, ‘সিআইএ’র নাচুনি শেষ’।

নাচুনি শেষ শব্দটা মূলত সিআইএ তার কোনো শত্রুকে খতম করার পর ব্যবহার করে।

অন্য আরেক টুইটে বলা হয়, সিআইএ’র ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে ওটা আর হ্যাক করা যাবে না।

এবারই প্রথম সিআইএ’র ওয়েবসাইট হ্যাক করতে সফল হয়েছে হ্যাকাররা। এরআগে বেশ কয়েকবার চেষ্টা করলেও সফল হয়নি হ্যাকাররা। শুক্রবার সন্ধ্যা থেকেই মূলত সিআইএ’র ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না।
 
চলতি মাসের গোড়ার দিকে এফবিআই এবং ব্রিটিশ পুলিশের মধ্যকার ফোনালাপও কপি করে নেয় হ্যাকাররা।
 
গতমাসে অনলাইন জায়ান্ট আপলোড সাইট মেগাআপলোড বন্ধ হয়ে যাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো হ্যাকিংয়ের শিকার হচ্ছে। এবিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করতে পারেনি যুক্তরাষ্ট্র।
 
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।