ওয়াশিংটন: কথায় আছে মৃত মানুষ কথা বলে না। কিন্তু আর্থার লিভিংস্টোনের ক্ষেত্রে উল্টো হয়ে গেছে কথাটা।
কলাম্বিয়ার ডব্লিউআইএসটিভি’র মতে, ব্যাংক অব আমেরিকা ২০০৯ সালের মে মাসে আর্থার লিভিংস্টোনকে মৃত ঘোষণা করে। আর এই ঘোষণার পর থেকেই লিভিংস্টোন সকল ঋণদাতার কাছে মৃত হিসেবে বিবেচিত হয়েছে।
লিভিংস্টোন বলেন, তিন মাস আগে আমি এই সমস্যাটি প্রথম ধরতে পারি। এরপর আমি সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে ৩০ দিনের মধ্যে এই ভুল সংশোধন করা হবে বলে জানায়।
আর সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত লিভিংস্টোন পারছিলেন না কোনো ব্যাংকিং লেনদেন করতে। এমনকি পারছিলেন না ব্যাংকের কাছে তার বাড়িটি বন্ধক দিতে।
লিভিংস্টোনের মতো আরও কিছু সমস্যা চলতি মাসেই ধরা পরে ব্যাংকে। ফ্লোরিডার জেরি মিলার নামের এক ব্যক্তির সঙ্গেও ঘটেছে একই ঘটনা। তাকে দুই বছর ধরে মৃত দেখিয়ে রাখা হয়েছে ব্যাংক হিসাবে।
তবে ব্যাংক অব আমেরিকার জন্য এই অভিযোগগুলো নতুন কিছু নয়। কারণ গত মাসেই ভুল টাইপ করার কারণে ব্যাংক এক ব্যক্তির বন্ধকী বাড়ি কেড়ে নেয়। এছাড়াও সামাজিক নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভুল মানুষকে ৩০ হাজার ডলার দিয়ে দেওয়ার রেকর্ডও আছে এই ব্যাংকের।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২