জীবনের কোন না কোন সময় সাইকেল আমরা সবাই কম-বেশি চালিয়েছি। তাই সাইকেলের সঙ্গে সবাই পরিচিত।
এমনি একটি সাইকেল রয়েছে ভারতের পঞ্জাবে। দেশ ভাগেরও অনেক আগে কাঠ ও লোহা দিয়ে এ সাইকেলটি তৈরি হয়েছিল। সম্ভবত গোটা পঞ্জাবে এমন একটাই সাইকেল রয়েছে। আর তা দেখতে বহু দূর থেকে ছুটে আসেন মানুষ।
আরও অবাক করা বিষয় হলো, সে সময় সাইকেল চালানোর জন্য সরকারের অনুমতি নিতে হতো এবং তার লাইসেন্স লাগতো।
সাইকেলের মালিক সতবিন্দর জানান, পার্শ্ববর্তী গ্রামের এক রেল কর্মীর কাছ থেকে সাইকেলটি কিনেছিলেন তার পূর্বপুরুষরা। সাইকেল চালানোর জন্য সে সময় লাইসেন্স লাগত, যা আজও তার কাছে রয়েছে। যারা এ সাইকেলটি দেখেন তারাই অবাক হয়ে যান। সবচেয়ে মজার ব্যাপার হলো সাইকেলটি এখনও চালানো যায়।
সতবিন্দর আরও জানান, আসলে শখের কোনো মূল্য হয়না। তাই এক বিদেশি এটি ৫০ লাখ টাকা দিয়ে কিনতে চাওয়ার পরও আমি বিক্রি করিনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
জেডএ