প্রায় ১০০ কোটিরও বেশি মানুষকে করোনা ভাইরাসের টিকার পূর্ণ ডোজ দিয়েছে চীন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটি ইতোমধ্যে জনসংখ্যার প্রায় ৭১ শতাংশকে টিকার পূর্ণ ডোজের আওতায় এনেছে, যা তাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি। এ বছরের শেষ নাগাদ ৮০ শতাংশ জনসংখ্যাকে টিকার আওতায় আনতে চায় বেইজিং।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চীন ২১৬ কোটি টিকার ডোজ সম্পন্ন করেছে, যা ভারতের চেয়ে প্রায় তিনগুণ বেশি। বিষয়টিকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন তারা।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর দেশটির হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তারপর এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি এখন পর্যন্ত ৪৬ লাখ ৭২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। এতে সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৭২ লাখের বেশি মানুষ।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএসআর