ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিযবুত তাহরির সংশ্লিষ্টতা: কোর্ট মার্শালে পাক সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, ফেব্রুয়ারি ১১, ২০১২
হিযবুত তাহরির সংশ্লিষ্টতা: কোর্ট মার্শালে পাক সেনা কর্মকর্তা

ইসলামাবাদ: নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তাকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

একটি পাকিস্তানি সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আলী খান নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ছয় মাস ধরে হাজতবাস করছেন।

তিনি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে কর্মরত ছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সেনা বাহিনীর মধ্যে বিশেষ ভাবাদর্শ প্রচার করছিলেন এবং নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আলীর বিরুদ্ধে তথ্য প্রমাণের সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে তদন্তের জন্য নির্দেশও দিয়েছেন আদলত।

সূত্র আরো জানিয়েছে, ওই সেনা কর্মকর্তার বিচার খুব শিগগির সামরিক আদালতে শুরু হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ইসলামি সংগঠন হিযবুত তাহরির সৌদি আরব, মিশর, পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ। সংগঠনটি বাংলাদেশেও নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।