মার্কিন সেনাবাহিনী গত ২৯ আগস্ট আফগানিস্তানে যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে ১০ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে সাতজনই ছিল শিশু।
তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল সুমাইয়া। তার বয়স ছিল মাত্র ২ বছর।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘দুঃখজনক ভুল’ হিসেবে উল্লেখ করেন।
তবে ড্রোন হামলার পর তারা দাবি করেছিলেন, হামলায় যারা মারা গেছেন তারা সবাই সন্ত্রাসী।
গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসকে’র আত্মঘাতী হামলার জবাবে ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনএসআর