ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফকল্যান্ডে ব্রিটিশ নিউক্লিয়ার সাবমেরিন, দাবি আর্জেন্টিনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, ফেব্রুয়ারি ১১, ২০১২
ফকল্যান্ডে ব্রিটিশ নিউক্লিয়ার সাবমেরিন, দাবি আর্জেন্টিনার

ওয়াশিংটন: ব্রিটেন ফকল্যান্ড দ্বীপে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছে বলে অভিযোগ করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ফকল্যান্ড দ্বীপের ওপর ব্রিটেনের দখলদারিত্বকে অবৈধ দাবি করে জাতিসংঘে আর্জেন্টিনার অভিযোগ দাখিলের পরপরই নতুন এই অভিযোগ আনলো আর্জেন্টিনা।



পররাষ্ট্রমন্ত্রী হেকতর তিমারমান গত শুক্রবার নিউইয়র্কে দাবি করেন, ফকল্যান্ড দ্বীপের কাছাকাছি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ব্রিটেন পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে।

বিস্তারিত আর কিছু না জানালেও ব্রিটিশ ডুবোজাহাজটিকে ভ্যানগার্ড ক্লাস সাবমেরিন বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের সাবমেরিনে পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র বহন করা হয়।

তবে ব্রিটিশ কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখান করে একে অবান্তর বলে উড়িয়ে দিয়েছে।

এর আগে ফকল্যান্ড দ্বীপকে ঘিরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব উভয় পক্ষকেই উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছিলেন।

দুই দেশই এই দ্বীপকে কেন্দ্র করে ১৯৮২ সালে একটি ক্ষণস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। দ্বীপটি বর্তমানে ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।