ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারকের পতন বার্ষিকীতে ধর্মঘট পালন মিশরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, ফেব্রুয়ারি ১১, ২০১২
মোবারকের পতন বার্ষিকীতে ধর্মঘট পালন মিশরে

কায়রো: দেশব্যাপী ধর্মঘট পালনের মধ্য দিয়ে মিশরের সাবেক স্বৈরশাসক মোবারকের পতনের এক বছর পূর্তি উদযাপন শুরু করেছে মিশরের আন্দোলনকারীরা।

মোবারকের পতনের পর ক্ষমতায় আসা দেশটির অন্তর্বতীকালীন সামরিক শাসকদের পদত্যাগের মাধ্যমে অবিলম্বে বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা অর্পণ করার দাবিতে শনিবার মিশরের সব বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে সাধারণ ধর্মঘটের আহ্বান জানায় আন্দোলনকারীরা।



মোবারক পতনের পর নতুন সামরিক শাসকদের বিরুদ্ধে মিশরের রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রের অভিযোগে আবারো আন্দোলন শুরু হয় মিশরে। আন্দোলনকারীরা অবিলম্বে দেশটির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা সমর্পনের দাবিতে ও অবিলম্বে প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে।

 ধর্মঘটের প্রেক্ষিতে মিশরজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সেনা শাসকরা।

এদিকে মিশরে সরকার বিরোধী আন্দোলনকারীদের সংগঠন এপ্রিল ৬ ইয়ুথ গ্রুপের সংগঠক তারেক আল খাওলি বলেন, প্রাথমিকভাবে এক দিনের জন্য জন্য ধর্মঘট ডাকা হলেও এর সময়সীমা বাড়ানো হতে পারে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা , ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।