ঢাকা: গত শতকের আশি ও নব্বই দশকের জনপ্রিয় মার্কিন পপ সম্রাজ্ঞী ও অভিনেত্রী হুইটনি হিউস্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন নামে একটি হোটেলে স্থানীয় সময় তিনটা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর পৌনে ছয়টা) তিনি মারা যান। তার পরিবারের সদস্য ও বন্ধুরা তার লাশ সনাক্ত করেছে।
এদিকে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু পরিষ্কার করে বলতে পারছে না। তবে তারা এখনো এই মৃত্যুর পেছনে অস্বাভাবিক কিছু খুঁজে পাননি বলে জানিয়েছেন।
নিউ জার্সিতে বেড়ে উঠা হুইটনির ছিল বর্ণাঢ্য ক্যারিয়ার। সেই ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীত জগতে অন্যতম দামি এবং খাতিমান শিল্পী। তার মা কিসি হিউস্টন ধর্মসঙ্গীত গাইতেন।
ছোটবেলা থেকেই হুইটনি গির্জায় গান গাওয়া শুরু করেন। এরপর নিউয়র্কের নাইট ক্লাবে গাওয়া শুরু করেন। মডেলিংও করেছেন। একসময় এসে আরিস্টা রেকর্ডস কোম্পানির সঙ্গে যুক্ত হন। ক্যারিয়ারে হুইটনি বহু জনপ্রিয় একক এবং দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন। তার বিখ্যাত গানগুলোর মধ্যে ‘উইল অলওয়েজ লাভ ইউ’ বা ‘সেভিং অল মাই লাভ ফর ইউ’ গানগুলো এখনো জনপ্রিয়।
জীবনের শেষ সময়গুলোতে হুইটনির সঙ্গে তার স্বামী আরেক পপ গায়ক ববি ব্রাউনের টানাপোড়েন চলছিল।
হুইটনি সম্পর্কে বিখ্যাত সঙ্গীত সমালোচক পল গামবাসিনি বলেন, মারায়া ক্যারি থেকে শুরু করে ক্রিস্টিনা এগুইলেরা পর্যন্ত গায়িকারাও হুইটনির দুঃসাহসী পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু তারা কেউই হুইটনির সমকক্ষ হতে পারেনি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২