ওয়াশিংটন: রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোয়ন প্রার্থী মিট রমনি দলীয় মনোয়ন লাভের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপ যুক্তরাষ্ট্রের মেইনে অনুষ্ঠিত রিপাবলিকান ককাসের ভোটে জয়লাভ করেছেন। এর আগে অবশ্য তিনি পরপর তিনটি রিপাবলিকান প্রাইমারিতে পরাজিত হয়েছিলেন।
মেইনে শনিবার অনুষ্ঠিত রিপাবলিকান দলীয় ককাসে, কাউন্সিলরদের ভোটে ম্যাসাচুসেটের সাবেক এই গভর্ণর ৩৯ শতাংশ সমর্থণ লাভ করেন। তিনি ভোট পান ২ হাজার ১৯০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল পান ১ হাজার ৯৯৬ ভোট।
এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী রিক সানটোরাম এবং নিউট গিংগ্রিচ যথাক্রমে ১৮ শতাংশ এবং ছয় শতাংশ ভোট লাভ করেন।
মেইনে জয়লাভের কিছুক্ষণ আগেই রমনি ওয়াশিংটনে রক্ষণশীল দলটির সম্মেলন ‘পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’এ অনুষ্ঠিত জরিপের ৩৮ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন । এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যানটোরাম প্রায় ৩১ শতাংশ ভোট পান।
বাংলাদেশ সময়:১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২ , ২০১২