দামেস্ক : সিরিয়ার হোমস এবং হামা শহরে নিরাপত্তা বাহিনী নতুন করে দমনাভিযান শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এদিকে দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা ইদলিব শহরে সরকারি সেনা হত্যার দাবি করেছে তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
এদিকে সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্র সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস শহরের শনিবার বিরোধী আন্দোলনকারী অধ্যুষিত এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করে সরকারি সেনারা শহরের বাব আমর এলাকায় বেসামরিক অবস্থানে রকেট নিক্ষেপ করে বলে দাবি করে বিরোধী আন্দোলনকারীরা।
শনিবার রাত থেকে শহরে বিক্ষোভকারী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনী নতুন করে অভিযান শুরু করে। এ সময় তারা আন্দোলনকারীদের খোঁজে ঘরে ঘরে তল্লাশি চালায় বলে জানায় আন্দোলনকারীরা।
এদিকে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের সংগঠন ‘সিরিয়ান রেভেযুলশনারি জেনারেল কমিশন’ বা এসআরজিসি জানায়, শনিবার সিরিয়াজুড়ে সহিংসতায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। তবে এর সত্যতা কোনো নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২