ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ই-গভর্নেন্স: উন্নয়নশীল দেশগুলোয় বাংলাদেশ দৃষ্টান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, ফেব্রুয়ারি ১২, ২০১২

ওয়াশিংটন ডিসি : ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজির আইসিটি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশ্বব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজির সেক্টর ম্যানেজার ফিলিপ ডংগিয়ার এবং বিশ্বব্যাংকের আইসিটি কর্মকর্তারা অংশ নেন।



সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই প্রকল্পের কর্মকর্তা অনির চৌধুরী বলেন, সরকার ইউনিয়ন ও জেলা প্রশাসনকে ই-গভর্নেন্সের আওতায় এনে ২০২১ সালের ‘ডিজিটাল বাংলাদেশ’ অভিযাত্রাকে এক ধাপ এগিয়ে নিয়েছে।

তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আইসিটি টিমের সহযোগিতায় ই-গভর্নেন্সের বাস্তবায়ন ও অগ্রগতি সর্ম্পকেও তুলে ধরেন।

আয়োজনে আইসিটির কর্মকর্তাদের উদ্দেশে বিশ্বব্যাংকের ২০১২ সালের আইসিটি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিলিপ ডংগিয়ার।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের এই উন্নয়ন অন্যান্য দেশের জন্য একটি চমৎকার উদাহরণ। পাবলিক-প্রাইভেট এ মডেল ই-গভর্নেন্সের জন্য যথেষ্ট স্থায়ী।

সভায় আরো উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের আইসিটি বিভাগের গ্লোবাল প্র্যাকটিস লিডার কানেকটিভিটি ইনফ্রেস্ট্রাকচার দয়লে রয় গেলিগস এবং পলিসি বিভাগের আইসিটি পলিসি স্পেশালিস্ট রনদীপ সুদান।

এ সভার আয়োজন করেন বিশ্বব্যাংকের অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আমিনুল ইসলাম।

অনির চৌধুরী আরআইও-২০ কনফারেন্সে যোগদানের প্রস্তুতিস¦রূপ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইসিটির স্থায়ী উন্নয়ন সভায় যোগদান শেষে বিশ্বব্যাংকের এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।