ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপে ‘ক্যু’র অভিযোগ তদন্তের আশ্বাস নতুন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, ফেব্রুয়ারি ১২, ২০১২
মালদ্বীপে ‘ক্যু’র অভিযোগ তদন্তের আশ্বাস নতুন প্রেসিডেন্টের

মালে : মালদ্বীপের সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করার অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহেদ।

পাশাপাশি তার ক্ষমতায় আরোহণ সম্পূর্ণভাবে বৈধ দাবি করে প্রেসিডেন্ট ওয়াহিদ নাশিদের পদত্যাগের সময়ে উদ্ভূত  পরিস্থিতি তদন্তে সম্পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন।



মালদ্বীপ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বৈঠকে ওয়াহেদ এ অবস্থান ব্যক্ত করেন। গত মঙ্গলবার মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিক্ষোভের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করেন। তবে  পদত্যাগের পরপরই তিনি অভিযোগ করেন, তাকে জোর করে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়।

তিনি বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহিদকে অভিযুক্ত করে দাবি করেন,  সামরিক বাহিনীর সহযোগিতায় তাকে  উৎখাতের ষড়যন্ত্র করেন মোহামেদ ওয়াহিদ। উল্লেখ্য, নাশিদের পদত্যাগের পর তার সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহেদ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
 
এদিকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ অবিলম্বে নতুন নির্বাচন দেওয়ার দাবি করেছেন। দাবি না মানা হলে  দেশবাসীকে রাস্তায় বিক্ষোভের জন্য নেমে আসার আহ্বান জানান।

মালদ্বীপে উদ্ভূত পরিস্থিতি সমন্ধে আলোচনা করতে শনিবার দেশটি সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রর্বাট ব্লেক বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদের সঙ্গে বৈঠক করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট নাশিদ এবং দেশটির সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বর্তমান সঙ্কট নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।