ঢাকা: সিরিয়াতে বাশার আল আসাদ বিরোধীদের সমর্থন জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে আল কায়েদা। ভিডিওতে আল কায়েদার বর্তমান শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি সিরিয়ার গণঅভ্যুত্থানকে সর্মথন জানিয়েছেন।
গত বছরের ২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল কায়েদার নেতৃত্ব পান আইমান আল জাওয়াহিরি।
সম্প্রতি প্রকাশিত ভিডিও বার্তায় তিনি সিরিয়ার আসাদ সরকারকে ‘সিরিয়ার স্বাধীন জনগণের কণ্ঠরোধকারী ক্যান্সার সরকার’ বলে অভিহিত করেছেন।
সিরিয়ার এই আন্দোলনকারীদের যে যেভাবে পারে সহায়তা করার জন্য বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন জাওয়াহিরি।
এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ প্রস্তাব নিযে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবটি গত সপ্তাহে রাশিয়া এবং চীনের ভেটোর কারণে ব্যর্থ হয়ে যাওয়ার প্রেক্ষিতে রোববার কায়রোতে বৈঠকে বসেছে আরব লিগ।
গত কয়েক দিনে সিরিয়াতে সহিংসতা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সিরিয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করতে মিশরের রাজধানীতে আরব লিগের সদস্যদেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠকে বসেছেন।
আরব লিগ কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের সঙ্গে একটি যৌথ পর্যবেক্ষক দল সিরিয়াতে পাঠানো এবং প্রধান বিরোধী গ্রুপকে স্বীকৃতি দেওয়ার বিষয় নিয়ে মন্ত্রীদের আলোচনা করার কথা রয়েছে।
এদিকে সিরিয়ার সরকার বিরোধীদের শক্ত ঘাঁটি হোমস শহরে সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২