ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোয়াইন ফ্লু: মেক্সিকোতে ৮১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, ফেব্রুয়ারি ১২, ২০১২
সোয়াইন ফ্লু: মেক্সিকোতে ৮১ জনের মৃত্যু

ঢাকা: মেক্সিকোতে সোয়াইন ফ্লুর প্রাদূর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের শুরুতেই এই রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমিত হয়েছে আরো কমপক্ষে তিন হাজার ৫২২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতে জানানো হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন হাজার ৮৮২ জনের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে তিন ধরনের মৌসুমী ভাইরাসের প্রাদূর্ভাব দেখা যাচ্ছে। এগুলো হলো- AH1N1, AH3N2 এবং ইনফ্লুয়েঞ্জা-বি। এগুলোর মধ্যে AH1N1 বা সোয়াইন ফ্লু ভাইরাসের প্রাদূর্ভাবই বেশি। আক্রান্তদের মধ্যে ৯১ শতাংশই সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষায় ধরা পড়েছে।

মেক্সিকোতে AH1N1 প্রজাতির ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেয় ২০০৯ সালের মার্চ-এপ্রিলে। সে সময় এর সংক্রমণে দেশজুড়ে এক হাজার ৩শ’ জনের মৃত্যু হয়েছিল এবং ৭০ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিল।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।