ঢাকা: সিরিয়ায় সহিংসতা বন্ধে যৌথ শান্তি বাহিনী গঠনের জন্য জাতিসংঘকে অনুরোধ জানানোর ব্যাপারে একমত হয়েছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। সেই সঙ্গে সিরিয়াতে একজন আরবীয় বিশেষ দূত নিযুক্ত করার ব্যাপারেও একমত হয়েছেন তারা।
রোববার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে তারা এ বিষয়ে একমত হন।
বৈঠক সূত্রে জানা গেছে, আরব লিগের নেতারা উপরোক্ত দুটি বিষয়ে একমত হওয়ার সাথে সাথে সিরিয়া সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সদস্য দেশগুলো থেকে সিরিয়ার রাষ্ট্রদূত বহিষ্কারের কোনো দাবি কারো পক্ষ থেকে তোলা হয়নি।
আরব লিগের নতুন এই উদ্যোগ এলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ প্রস্তাব নিযে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবটি গত সপ্তাহে রাশিয়া এবং চীনের ভেটোর কারণে ব্যর্থ হয়ে যাওয়ার প্রেক্ষিতে।
এদিকে আরব লিগের চেয়ারম্যান নাবিল আল আরাবি বৈঠকের পর বলেছেন, লিগের পদক্ষেপের ব্যাপারে সহায়তা করার আশ্বাস সম্বলিত একটি চিঠি তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের কাছ থেকে পেয়েছেন। পর্যবেক্ষণ মিশন আরো সম্প্রসারিত করার পক্ষেও মত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
গত কয়েক দিনে সিরিয়াতে সহিংসতা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সিরিয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করতে মিশরের রাজধানীতে আরব লিগের সদস্যদেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠকে বসেন।
এদিকে সিরিয়ার সরকার বিরোধীদের শক্ত ঘাঁটি হোমস শহরে সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২