ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৯০০ কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছে টেপকো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, ফেব্রুয়ারি ১৩, ২০১২
৯০০ কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছে টেপকো

বেইজিং: বিকল ফুকোশিমা ডাইচি পরমাণু কেন্দ্রের মালিক টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জাপান সরকারের কাছ থেকে আরও ৯০০ কোটি ডলার সহায়তা পাচ্ছে।

প্ল্যান্টটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে জাপান সরকার এই অনুদান দিচ্ছে বলে জানা যায়।

গত বছরের মার্চে সুনামি এবং ভূমিকম্পের কারণে পরমাণু কেন্দ্রটির ব্যাপক ক্ষতি সাধন হয়। আর এতে প্রায ৮০ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষয়-ক্ষতির শিকার হয়।

তবে টেপকো তাদের ক্ষতির পরিমান ১০ হাজার কোটি ডলার বলে দাবি করছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।