বেইজিং: বিকল ফুকোশিমা ডাইচি পরমাণু কেন্দ্রের মালিক টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জাপান সরকারের কাছ থেকে আরও ৯০০ কোটি ডলার সহায়তা পাচ্ছে।
প্ল্যান্টটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে জাপান সরকার এই অনুদান দিচ্ছে বলে জানা যায়।
গত বছরের মার্চে সুনামি এবং ভূমিকম্পের কারণে পরমাণু কেন্দ্রটির ব্যাপক ক্ষতি সাধন হয়। আর এতে প্রায ৮০ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষয়-ক্ষতির শিকার হয়।
তবে টেপকো তাদের ক্ষতির পরিমান ১০ হাজার কোটি ডলার বলে দাবি করছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২