ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অর্মত্য সেনকে অভিনন্দন জানাবেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, ফেব্রুয়ারি ১৩, ২০১২
অর্মত্য সেনকে অভিনন্দন জানাবেন বারাক ওবামা

ওয়াশিংটন: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অর্মত্য সেনকে অভিনন্দন জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষুধা এবং দরিদ্রতা নিয়ে অর্মত্য সেনের করা গবেষণার পরিপ্রেক্ষিতেই তাকে অভিনন্দন জানাবেন ওবামা।



হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ৭৮ বছর বয়সী অর্মত্য সেনকে বারাক ওবামা অন্যান্যদের সঙ্গে জাতীয় মানবতা পদক-২০১১ প্রদান করবেন। দরিদ্রতা, দুর্ভিক্ষ এবং অন্যায়ের বিরুদ্ধে অর্মত্য সেনের অবস্থানের কারণেই তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
   
হোয়াইট হাউস আরও জানায়, জীবনযাত্রার মান বজায় রেখে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে কিভাবে বোঝাপড়া করে নিতে হয় তা তিনি দার্শনিক পন্থায় দেখিয়েছেন।

সোমবারের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামারও উপস্থিত থাকার কথা রয়েছে।

এই অনুষ্ঠান থেকেই জাতীয় শিল্প-সাহিত্যে যাদের পদক দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন উইল বারনেট, রিতা ডোভ, আল প্যাকিনো, এমিলি রুহ পুলিৎজার, মার্টিন পুয়েরার, মেল তিলিস, ইউনাইটেড সার্ভিস সংস্থা এবং অ্যান্ড্রু ওয়াটস।

অন্যদিকে জাতীয় মানবতা পদক দেওয়া হচ্ছে কাওমি অ্যান্থনি আফিয়া, জন অ্যামবেরি, রবার্ট ডার্নটন, অ্যান্ড্রু ডেলব্যানকো, ন্যাশনাল হিস্টোরি ডে, চার্লস রোসন, টোফিলো বুজ, র‌্যামন সালদিভার এবং অর্মত্য সেনকে।

অর্মত্য সেন ২০০৮ সালে দরিদ্রতার উৎস নামক গবেষণা পত্রের জন্য অর্থনীতিতে নোবল পুরস্কার পান।

বাংলাদেম সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।