ওয়াশিংটন: জাতিসংঘ কমিটি পাকিস্তানের লবিস্ট গুলাম নবী ফাইয়ের ওপর থেকে বিশেষ পরামর্শদাতা মর্যাদা কেড়ে নিয়েছে। অবৈধভাবে পাকিস্তানের পক্ষে লবি করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রায় এক দশক আগের বরাদ্দকৃত বিশেষ ছাড়পত্র দিয়ে এতোদিন কাজ করছিলেন তিনি। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তর থেকে এক বিশেষ সভার মাধ্যমে ফাইয়ের বিশেষ পরামর্শদাতা মর্যাদা কেড়ে নেওয়া হয়। জাতিসংঘ বিশেষ এই মর্যাদা বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে।
জাতিসংঘের বিশেষ মর্যাদা দেওয়ার ক্ষমতা রাখা কমিটির চেয়ারম্যান হলেন বুলগেরিয়ার মারিয়া ততজরকোভা। চলতি সপ্তাতে এই কমিটি ১৯৯৯ সালের আগ পর্যন্ত বরাদ্দকৃত কেএপসি’র বিশেষ ছাড়পত্র বাতিল করে দেয়। ফাইয়ের সংস্থাকে ওই ছাড়পত্র ফেরত দেওয়ার জন্য বলা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে না দেওয়ার পরেও আরও তিনবার তাদের মনে করিয়ে দেওয়া হয়েছিল।
তবে জাতিসংঘ কর্মকর্তারা ঠিক করে জানান নি আসলে কি কারণে কেএফসি’র মর্যাদা বাতিল করা হলো। তবে সূত্র জানায়, মূলত ফান্ডিং সমস্যার কারণেই এই মর্যাদা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২