সিডনি: অস্ট্রেলিয়ার নারীরা মুখ ফিরিয়ে নিয়েছেন ডিজিটাল ভালবাসার ওপর থেকে। মোবাইলে ‘আই লাভ ইউ’ মেসেজের চেয়ে তারা মুখোমুখি আই লাভ ইউ শুনতেই এখন অনেক বেশি আগ্রহী।
বিশ্ব ভালবাসা দিবসকে সামনে রেখে রোমান্টিক বই বের করার জন্য অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রকাশনী মিলস অ্যান্ড বুনের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি করা এই জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়ার ৯১ শতাংশ নারীই চায় তাদের কাঙ্খিত পুরুষ মোবাইলের মাধ্যমে নয় সামনাসামনি এসে ভালবাসার প্রস্তাব দিক। জরিপকারী নারীদের অনেকেরই মত, তারা একজন পুরুষকে মোবাইল মেসেজের মাধ্যমে আই লাভ ইউ বলার চেয়ে সামনাসামনি বলতেই ভালবাসেন।
হার্লকুইন এন্টারপ্রাইজ প্রকাশনীর প্রধান মাইকেল ল্যাফোরেস্ট বলেন, এখন নারীরা আগের চেয়ে নিজেদের অনেক স্বাধীন মনে করে। যদিও এখনও অনেক নারীই মনে করেন ভালবাসা অনেকটাই অনুরণনীয় ব্যাপার। আমরা দেখেছি, নারীদের জন্য এখন ডিজিটাল পর্যায়ে ভালবাসার মানুষটিকে খুঁজে বের করার চেয়ে বাস্তবে ভালবাসার মানুষটিকে খুঁজে বের করাই এখন অনেক চ্যালেঞ্জের। কারণ পুরুষরা এখন মোবাইলের মাধ্যমে ভালবাসা নিবেদনে অনেক বেশি আগ্রহী।
অনলাইনে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১২০০ নারীর ওপর এই জরিপ চালানো হয়। এদের মধ্যে ৭৬ শতাংশেরই দাবি অনলাইনে তাদের কাছে নগ্ন চিত্র পাঠানো হয়। যা তারা আর মানতে নারাজ।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২