ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব লিগের যৌথ শান্তি মিশন প্রস্তাব প্রত্যাখান সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, ফেব্রুয়ারি ১৩, ২০১২
আরব লিগের যৌথ শান্তি মিশন প্রস্তাব প্রত্যাখান সিরিয়ার

কায়রো: সিরিয়ায় জাতিসংঘ ও আরবের যৌথ শান্তি মিশন পাঠানোর আরব লিগের প্রস্তাব প্রত্যাখান করেছে সিরীয় কর্তৃপক্ষ।

গত রোববার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়াতে যৌথ শান্তি মিশন পাঠানোর ব্যাপারে একমত হয়।

সেই সঙ্গে সিরিয়াতে ১১ মাস ধরে চলা সহিংসতা এবং বিরোধীদের ওপর সরকারের দমন বন্ধ করতে আসাদ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

এদিকে শান্তি মিশন পাঠানোর প্রস্তাব প্রত্যাখানের প্রতিক্রিয়ায় আরব লিগ সিরিয়ার সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।

কায়রোতে আরব লিগের সদর দপ্তরে সিরিয়ার প্রতিনিধি ইউসুফ আহমেদ সংগঠনের এই প্রস্তাবকে ‘পাগলামি’ বলে বর্ণনা করে তা প্রত্যাখান করেছেন।

সিরিয়ার সহিংসতা বন্ধে আরবলিগের প্রস্তাবটি এমন সময় এলো যখন জাতিসংঘের সাধারণ পরিষদে সিরিয়া পরিস্থিতির ওপর নতুন করে বির্তক শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই বক্তব্য দিতে পারেন। এর পাশাপাশি তিনি সিরিয়ায়  সংঘটিত সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর অত্যাচার নিপীড়নের ওপর একটি প্রতিবেদনও উপস্থাপন করতে পারেন।

সিরিয়ার প্রত্যাখানে নতুন প্রস্তাব ব্যর্থ হওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে আরব লিগ সিরিয়ার বিরোধীদের সঙ্গে যোগাযোগের সব উদ্যোগ নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। বিরোধীদের রাজনৈতিক ও অন্য সব সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়ে বিরোধীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আরব লিগ।

এর পাশাপাশি সিরিয়ায় পাঠানো পর্যবেক্ষণ মিশনকে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ। গত ডিসেম্বর পাঠানো এই মিশন পরবর্তীতে ২০১২‘র জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়।

পর্যবেক্ষণ মিশনের প্রধান সুদানের সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মোহাম্মদ আল দাবি গত রোববার পদত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।