সিরিয়ার সাবেক সংসদ সদস্য (এমপি) মেদহাত আল-সালেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার অভ্যন্তরে আইন আল-তিনেহ গ্রামে তাকে হত্যা করা হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১২ বছর ইসরায়েলের জেলে থাকতে হয়েছিল মেদহাত আল-সালেহকে।
সিরিয়া কর্তৃপক্ষ জানায়, শনিবার বাড়ি ফেরার সময় মেদহাতকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এই ‘কাপুরুষোচিত’ অপরাধের নিন্দা জানিয়েছেন সিরিয়ার সরকার।
এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ইসরায়েল সেনাবাহিনী বিদেশি ঘটনা নিয়ে মন্তব্য করে না।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে ১২ বছর জেলে ছিলেন ৫৪ বছর বয়সী মেদহাত। ১৯৯৮ সালে তিনি মুক্তি পান। পরে তিনি সিরিয়ান পার্লামেন্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে তাকে গোলান মালভূমি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
জেএইচটি