ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপে এখনই নির্বাচন না দেওয়ার পরামর্শ যুক্তরাষ্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, ফেব্রুয়ারি ১৩, ২০১২
মালদ্বীপে এখনই নির্বাচন না দেওয়ার পরামর্শ যুক্তরাষ্টের

মালে: রাজনৈতিক সঙ্কটে পতিত মালদ্বীপে এখনই নির্বাচন অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছেন দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক।

তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এখনই নির্বাচন দেওয়াটা অনেক তাড়াহুড়ো হয়ে যায়।

এর বদলে আগামী নির্বাচনের আগে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পুলিশ ও বিচার বিভাগকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বিদ্যমান পরিস্থিতিতে সবার সমঝোতায় আসা উচিৎ বলেও পরামর্শ দেন ব্লেইক।

এর আগে মালদ্বীপের সব পক্ষের সঙ্গে আলোচনা করেন রবার্ট ব্লেইক। আলোচনা শেষে একটি ঐকমত্যের সরকারে অংশ নেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে আহ্বান জানিয়েছেন তিনি।

তবে বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহিদের সরকারের সঙ্গে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছেন নাশিদ।
 
তাকে জোর করে ক্ষমতা থেকে সরানো হয়েছে দাবি করে নাশিদ মালেতে সমর্থকদের উদ্দেশে বলেছেন, মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট এবং তার সাবেক ডেপুটি মোহামেদ ওয়াহিদের নেতৃত্বে কোনো কোয়ালিশনে তিনি যাবেন না। তিনি দ্রুত নির্বাচন চান।

তার দল মালদ্বীপের মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি নতুন সরকারকে বৈধতা দিয়ে স্বাগত জানাবে না বলে জানিয়ে দেন নাশিদ।

যুক্তরাষ্ট্র ও ভারতের সমর্থন পুষ্ট মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহিদ একটি ঐকমত্যের সরকার গঠনে জন্য নাশিদসহ সব দলকে আহ্বান জানিয়েছেন। নতুন সরকার আগামী ২০১৩ সালের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।