ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শ্যাভেজের বিরুদ্ধে লড়বেন বিরোধী জোটের তরুণ নেতা হেনরিক কাপরেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, ফেব্রুয়ারি ১৩, ২০১২
শ্যাভেজের বিরুদ্ধে লড়বেন বিরোধী জোটের তরুণ নেতা হেনরিক কাপরেল

কারাকাস: ভেনেজুয়েলার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে হটাতে বিরোধী জোট গঠিত হয়েছে। এই জোটের প্রার্থী মনোনীত হয়েছেন মিরানদা প্রদেশের গভর্নর হেনরিক কাপরিল।



ভেনিজুয়েলায় টানা ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক ভাবধারার প্রেসিডেন্ট শ্যাভেজের বিরুদ্ধে আগামী নির্বাচনে লড়বেন কাপরিল।

গত রোববার বিরোধী দলীয় প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রধান তেরেসা আলবানেস। তিনি জানান, ভোটে হেনরিক কাপরিল ৬২ শতাংশ ভোট পেয়েছেন। জুলিয়া প্রদেশের গর্ভনর পাবলো পেরেজকে প্রায় ৩০ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করে বিরোধী দলীয় প্রেসিডেন্ট পদ প্রার্থী মনোনীত হয়েছেন কাপরিল।

বিরোধী প্রার্থী মনোনয়নে অনুষ্ঠিত নির্বাচনে ভেনিজুয়েলা জুড়ে প্রায় ২৯ লাখ ভোটার ভোট দেন। যেখানে ভেনিজুয়েলার তালিকাভূক্ত মোট ভোটার প্রায় ১ কোটি ৮০ লাখ জন।

চূড়ান্ত মনোয়নে ক্যাপরিল অপর পাঁচ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেন। ৩৯ বছর বয়সী এই প্রাদেশিক গর্ভনরকে আগামী নির্বাচনে শ্যাভেজের বিপক্ষে একজন তরুণ এবং প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভেনিজুয়েলার রাজনৈতিক ময়দানে বিরোধী দল গত কয়েক বছরে ভালই জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে হুগো শ্যাভেজকে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।