ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বার্দিমুখমেদভ পুনরায় তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, ফেব্রুয়ারি ১৩, ২০১২
বার্দিমুখমেদভ পুনরায় তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

আশখাবাদ : মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট কুরবানগুল বার্দিমুখমেদভ দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

গত রোববার অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অপর সাত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হন।



দেশটির নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট বার্দিমুখমেদভ ৯৭ ভাগ ভোট পেয়ে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।

তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দেশটির নির্বাচনে কারচুপি এবং অনিয়মের ব্যাপক অভিযোগে পর্যবেক্ষণ কার্যক্রম বর্জন করে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করতে দেশটি ব্যর্থ হয়েছে অভিযোগ করে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি।

মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তুর্কমেনিস্তানের জনসংখ্যা ৫৫ লাখ। দেশটিকে পৃথিবীর মধ্যে অন্যতম কঠোর ও নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় যেখানে, ভিন্নমত চর্চা এবং রাজনৈতিক স্বাধীনতা নেই বললেই চলে।

নির্বাচনের আগে থেকেই সবাই জানতেন যে প্রেসিডেন্ট হিসেবে বার্দিমুখমেদভই আবার বিজয়ী হতে যাচ্ছেন। তার অপর ৭ প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রচারে নিজেদের গুণগানের বদলে প্রেসিডেন্টের প্রশংসায় ব্যস্ত থাকতেন।

বিশ্লেষকদের মতে কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনটি মূলত: একটি নিয়ম রক্ষার অনুষ্ঠানে পরিণত হয়।

বাংলাদেশসময় : ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।