ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে মাইক্রোসফটের অনলাইন স্টোর হ্যাকড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, ফেব্রুয়ারি ১৩, ২০১২
ভারতে মাইক্রোসফটের অনলাইন স্টোর হ্যাকড

নয়াদিল্লি: ভারতে মাইক্রোসফটের অনলাইন স্টোর সোমবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাইক্রোসফটের ওয়বেসাইট www.microsoft.co.in  অচল রয়েছে বলে জানা গেছে।



‘চাইনিজ এভিল শ্যাডো টিম’ নামের একটি হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকার করেছে। একটি প্লেইন টেক্সট ফাইলে অরক্ষিত অবস্থায় ইউজার নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখার কারণে হ্যাকাররা খুব সহজেই সিস্টেমে প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতে ভার্জ এবং কোসার মিডিয়াকে এই অনলাইন স্টোর দেখাশোনা এবং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত অনলাইন স্টোরটি বন্ধ ছিলো।

হ্যাক হওয়া ওয়েবসাইটটি খুললে ‘মাইক্রোসফট ইনডিয়া অনলাইন বর্তমানে অপ্রবেশযোগ্য’ লেখা সম্বলিত বার্তা দিচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাইটটি দ্রুততার সঙ্গে চালু করার জন্য মাইক্রোসফট কাজ করছে।

এ ব্যাপারে মাইক্রোসফটের একজন মূখপাত্র জানিয়েছেন, স্টোর হ্যাকড হওয়ার ঘটনা তারা তদন্ত করে দেখছে। মাইক্রোসফট স্টোরটির ব্যবহারকারীদের জন্য পরবর্তী নির্দেশনাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।