ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তালেবান নেতা মোল্লা ওবায়দুল্লাহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, ফেব্রুয়ারি ১৩, ২০১২
তালেবান নেতা মোল্লা ওবায়দুল্লাহ মারা গেছেন

কাবুল: আফগান তালেবানের শীর্ষনেতা মোল্লা ওবায়দুল্লাহ মারা গেছেন। তালেবান যোদ্ধারা সোমবার এক বিবৃতিতে তাদের অন্যতম শীর্ষ এই নেতার মৃত্যুর কথা ঘোষণা করেছে।



মোল্লা ওবায়দুল্লাহ ২০০১ সালে মার্কিন অভিযানে তৎকালীন তালেবান সরকারের পতনের আগে পর্যন্ত আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তালেবানের পতনের পরও তিনি একজন শীর্ষস্থানীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

মোল্লা ওবায়দুল্লাহ ২০০৭ সালে প্রথম পাকিস্তানে আটক হন। পরে দ্বিতীয়বার আটকের পর তাকে করাচি জেলে বন্দি রাখা হয়।

পাকিস্তানি কর্তৃপক্ষ মোল্লা ওবায়দুল্লাহর পরিবারকে সম্প্রতি জানিয়েছে, তিনি ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওবায়দুল্লাহ ২০০৭ সালে পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক হলেও রহস্যজনকভাবে ছাড়া পান। তবে যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে আবারো আটক করে। তার পর থেকেই ধারণা করা হয় তিনি করাচিতে আটক আছেন।

তবে পাকিস্তানি কর্তৃপক্ষ কখনও স্বীকার করেনি তাকে কোথায় রাখা হয়েছে।

তালেবানের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, মোল্লা ওবায়দুল্লাহর আত্মীয়রা কয়েক দিন আগে তার মৃত্যুর খবর জানতে পেরেছে।

তালেবানরা তাদের নেতা মোল্লা ওবায়দুল্লাহর মৃত্যুর কারণ তদন্তের দাবি জানিয়েছে। বিবৃতিতে তারা জানায়, মৃত নেতার পরিবার মনে করে, তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।