প্রথম সন্তান ছেলে হবে, এমনটাই আশা ছিল লাভলি সিংয়ের। কিন্তু মঙ্গলবার (১৯ অক্টোবর) ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন।
বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনা ঘটেছে কলকাতার একবালপুর থানার নেতাজি সুভাষ নার্সিংহোমে।
ঘটনা জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে হত্যার বিষয়টি স্বীকার করেন লাভলি।
বুধবার ভোর ৫টার দিকে লাভলির স্বামী চা খেতে বের হন কেবিন থেকে। তখন হাসপাতালের বেডেই বালিশ চাপা দিয়ে নিজের কন্যাসন্তানকে হত্যা করেন মা লাভলি সিং। পরে লাভলির কেবিনে গিয়ে নার্স দেখেন, নবজাতক আর নড়াচড়া করছে না। যদিও জন্মের সময় সম্পূর্ণ সুস্থ ছিল সে। তখন সন্তানের পাশে শুয়ে থাকা লাভলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলি জানান, তিনি চেয়েছিলেন যে, তার প্রথম সন্তান ছেলে হবে। তা না হওয়ায় সন্তানকে হত্যা করেছেন।
হাসপাতালের চিকিত্সকরা জানান, সদ্যোজাত কন্যাসন্তানটি সম্পূর্ণ সুস্থ ছিল। নার্স কেবিনে এসে শিশুটিকে শ্বাসপ্রশ্বাস নিতে না দেখে চিকিত্সককে ডেকে নিয়ে আসেন। চিকিত্সক পরীক্ষা করে জানান, কন্যাসন্তানটি আর বেঁচে নেই।
ওই ঘটনাটি এখন তদন্ত করছে পুলিশ। শেষ পাওয়া খবর, নার্সিংহোমের কেবিনেই পুলিশি নজরদারিতে রয়েছেন লাভলি।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
জেএইচটি