ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উজবেকিস্তানে ভ্যালেনটাইন দিবস বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, ফেব্রুয়ারি ১৪, ২০১২
উজবেকিস্তানে ভ্যালেনটাইন দিবস বাতিল

তাসখন্দ: উজবেকিস্তানের যুবক-যুবতীদের এবারের ভ্যালেনটাইন দিবস পালন করা হবে না আগের মত আড়ম্বর ভাবে। উজবেক পপ গায়ক রায়হানের গানের সঙ্গে দেশটির যুবক-যুবতীতের ভ্যালেনটাইন দিবস পালনের ঘটনা অনেক দিনের।


কারণ রায়হানের ১৪ ফেব্রুয়ারির কণসার্ট বাতিল করে দিয়েছে উজবেক সরকার।

ভ্যালেনটাইন দিবসে দেশটির সরকার যুবক-যুবতীদের পড়ালেখা এবং স্থানীয় বীর মোঘল বাদশা বাবরকে স্মরণ করতে বলেছে। কারন বাবরের জন্মদিনও ১৪ ফেব্রুয়ারি।

বাবর চেঙ্গিস খানের যোগ্য উত্তরসূরী এবং দক্ষিণ এবং মধ্য এশিয়ার সফল মোঘল শাসক।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, আমাদের এখানে যেভাবে ভ্যালেনটাইন দিসব পালন করা হয় আমাদের সংস্কৃতির অংশ নয়। যারা এতে অংশগ্রহন করেন তারা আমাদের কাছে ভিনগ্রহবাসীর মত। আমরা বাবরের জন্মদিনকেই এগিয়ে রাখতে চাই।

আর শিক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণার পর বিভক্ত হয়ে পরেছে দেশটির জনগণ। কেউ কেউ এটাকে পশ্চিমা সাংস্ক্রতিক আগ্রাসন বিরোধী অবস্থান বলে জানাচ্ছেন।

আবদুল্লাহ নামের এক বাসিন্দা জানান, এই কনসার্ট বন্দ করা ঠিক হয়েছে। কারণ এই দিনে আমাদের বীর মুহাম্মদ বাবরের জন্মদিন। আমরা কেন মেকি কিছু পালন করবো। এটা আমাদের মানসিকতা এবং ইতিহাসের সঙ্গে যায় না।

কিন্তু অপরদিকে জশুর হামরাভ নামের এক সাংবাদিক জানান, দেশাত্ববোধক সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়া ভুল। আপনি এক দিনেই সবার মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে দিতে পারবেন না। এটা মানুষকে বিভক্ত করে ফেলবে। বিগত ১০ বছর ধরে আমরা এই কণসার্ট দেখে আসছি। হঠ্যাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে এটা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।