মানামা: কাদুনে গ্যাস আর লাঠিচার্জের ভেতর দিয়ে বাহারাইনে পালিত হলো গণতন্ত্রপন্থীদের প্রতিবাদ বার্ষিকী। প্রতিবাদ বার্ষিকী পালনকালে দেশটির পুলিশ বাহিনী কাদুনে গ্যাসসহ লাঠিচার্জ করে প্রতিবাদকারীদের ওপর।
প্রতিবাদকারীরা রাজধানী মানামার দখল নিতে চেয়েছিল। গত বছর ঠিক একই দিনে মানামার কেন্দ্রস্থল থেকে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল জনগণ। শিয়া নেতৃত্বাধীন প্রতিবাদে অংশ নিতে গিয়ে এ যাবৎ অন্তত ৬০ জন মানুষ নিহত হয়েছে গত ফেব্রুয়ারি থেকে।
সোমবার সন্ধ্যার দিকে প্রতিবাদকারীরা মানামার কেন্দ্রস্থলের দিকে এগুতে চেষ্টা করে। এসময় পুলিশ বাহিনী রাবার বুলেট, কাদুনে গ্যাস ছুড়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রতিবাদকারীদের একজন নাদের আবদুল ইমাম বলেন, আমরা পিছু হটবো না। প্রতিবাদের এক বছর হয়েছে এবং এটা আরও এক বছর বা আরও বেশি বছর গড়াবে।
দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়ারা সাংবিধানিক পরিবর্তনের জন্য অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছে।
এদিকে বাহারাইনের বাদশাহ হামাদ বিন ইসা আর খলিফা এক আলোচনা সভায় দেশটির সংবিধান পুনর্গঠনের অঙ্গীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪