ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তান বিমানবন্দরে এক মার্কিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, ফেব্রুয়ারি ১৪, ২০১২
পাকিস্তান বিমানবন্দরে এক মার্কিনি আটক

পেশোয়ার: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিমানবন্দর থেকে একজন মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে। তার ব্যাগের মধ্যে বন্দুকের গুলি পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।



পুলিশ কর্মকর্তা মুহাম্মদ খান বলেন, মানুষটি আমেরিকার কূটনীতিক বলে নিজেকে দাবি করছেন। তাকে পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে। পেশোয়ারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দূতাবাস। তার ব্যাগের মধ্যে মোট ১৩টি গুলি পাওয়া গেছে।

এক বছর আগে লাহেরে এক সিআইএ ঠিকাদারের হাতে দুই পাকিস্তানি নিহত হওয়ার পর এই ঘটনা আবারও পুরান ইস্যু উস্কে দিতে পারে বলে ভাবছেন অনেকেই।
 
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তি কূটনীতিক প্রটোকলের মধ্যে পড়েন। কিন্তু পাকিস্তান তাকে কারাগারে প্রেরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।