সাওপাওলো: দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক ব্রাজিলিয়ান সংবাদপত্র সম্পাদককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির মাতো গ্রোসো দো সুল রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানায়।
পনটা পরা শহরে মোটরসাইকেল আরোহী আততায়ীর গুলিতে নিহত হন পাওলো রড্রিগস নামের ওই সম্পাদক। পনটা পরা মূলত প্যারাগুয়ের নিকটবর্তী সীমান্তবর্তী অঞ্চল। সীমান্ত অঞ্চলটি অবৈধ মাদক, চোরাচালান এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ণের জন্য বিখ্যাত।
গত সপ্তাহেও ব্রাজিলে আরেকজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়।
জার্নাল দ্য প্রাকা নামক সংবাদপত্র এবং এমেরকোসুলনিউজ.কম নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক ছিলেন পাওলো।
পাওলোর সহকর্মীদের ভাষ্য মতে, পাওলোকে হত্যা করার বিষয়টি রহস্যজনক।
চিত্রগ্রাহক লিও ভেরাস একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, তিনি বেশ সমালোচনামুখর ছিলেন। তবে তিনি সবাইকে ভালবাসতেন। পত্রিকাটির এই শহরের গরীবদের পক্ষে লেখে এবং পাওলো বিশেষত দুর্নীতির বিরুদ্ধে কট্টর সমালোচনা করতেন। তাকে সব নেতারাই সন্মান করতো।
পাওলোর এই হত্যাকা- নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রটেক্টে জার্নালিস্ট সংস্থা (সিপিজে) নিন্দা জানিয়েছে।
সিপিজে সমন্বায়ক কার্লোস লাওরিয়া বলেন, অল্প সময়ের মধ্যে দুই সাংবাদিকের মৃত্যু ব্রাজিলের সাংবাদিক মহলের জন্য ধাক্কা। কর্তৃপক্ষকে এই হত্যাকা- সম্পর্কে পূর্ণ তদন্ত করে দেখতে হবে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২