বেইজিং: চলতি মন্দা কাটিয়ে ওঠার জন্য ব্যাংক অব জাপান নতুন উদ্যোগ নিয়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাংকটি বিভিন্ন খাতে খরচ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে।
কেন্দ্রিয় ব্যাংক থেকে এক ঘোষণায় বলা হয়, চলতি বছরে তারা বিভিন্ন সম্পদ কেনার পরিমান বাড়াবে। আর্থিক দিক থেকে যা ১০ ট্রিলিয়ন ইয়েন।
সরকারি এক হিসেবে দেখা যায় ২০১১ সালের চর্তুথ প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশানুরুপের চেয়েও বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। আর এই ঘোষণাটি দেওয়া হলো তার ঠিক একদিন পর।
নতুন এই উদ্যোগ নেওয়ার পরও ব্যাংক অব জাপান তাদের সুদের হার পরিবর্তন করেনি। বর্তমার সুদের হার শূণ্য থেকে ০.১ শতাংশে।
কেন্দ্রিয় ব্যাংক থেকে বলা হয়, অতিরিক্ত এই অর্থ দিয়ে তারা জাপান সরকারের বন্ড কিনবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৪, ২০১২