সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে গৃহবন্দী করে রাখা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘিরে ফেলে।
আল হাদাথ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও আল-জাজিরা।
এর আগে সুদানের বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে দেশটির সেনাবাহিনী। তাদের মধ্যে চারজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টাসহ অনেকেই রয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করার খবর এলো।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেএইচটি
الولايات المتحدة تطالب القيادة السودانية بالاتفاق على موعد تسليم رئاسة المجلس السيادي للمدنيين https://t.co/wR6zOoAaAw#سونا #السودان pic.twitter.com/e46iDUIr4f
— SUDAN News Agency (SUNA) ?? (@SUNA_AGENCY) October 24, 2021