ওয়াশিংটন: ইউরোপে ওসামা বিন লাদেনের ডান হাত নামে পরিচিত আবু কাতাদাকে মুক্তি দিয়েছে ব্রিটিশ আদালত।
যুক্তরাজ্যে বিনা বিচারে কারাগারে আটক রাখা বেআইনি ঘোষণা করার কারণেই কাতাদাকে মুক্তি দিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার।
তবে কারাগার থেকে মুক্তি পেলেও কাতাদাকে থাকতে হবে গৃহবন্দী। পুলিশি নজরে থাকার জন্য তাকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে একটি ইলেকট্রিক ট্যাগ। এসময় তিনি পারবেন না মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে।
আদালত তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বিপজ্জনক ব্যক্তি হিসেবে অভিহিত করে। আগামী জুলাই কিংবা আগস্ট মাসের দিকে তাকে জর্ডানে পাঠিয়ে দেওয়া হতে পারে।
৯/১১ এর ঘটনার পর এক জার্মানির একটি ফø্যাট থেকে কাতাদার বক্তৃতার একটি ভিডিও চিত্র উদ্ধারের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২