ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভুল ইনজেকশনে’ রোগীকে মেরে ফেলার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
‘ভুল ইনজেকশনে’ রোগীকে মেরে ফেলার হুমকি!

রোগীর সেবা করাই স্বাস্থ্যকর্মীদের কাজ। সেখানে সেবা তো দূরের কথা, উল্টো রোগীকে মেরে ফেলার হুমকি দিয়েছেন কর্তব্যরত নার্স।

 

বুধবার (২৭ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই ‘ভুল ইনজেকশন’ দিয়ে রোগী মেরে ফেলার হুমকি দিয়েছেন নার্স।

রোগীর পরিবারের অভিযোগ, অক্সিজেন শেষ হয়ে যেতেই রোগীর অবস্থা খারাপ হয়। সেটা দেখে ভয় পেয়ে চিকিৎসক ও নার্সদের কাছে ছুটে যান তারা। অক্সিজেনের ব্যবস্থা করার আবেদন জানালে রেগে যান নার্স। তখনই ‘ভুল ইনজেকশন’ দিয়ে রোগীকে মেরে ফেলার হুমকি দেন ওই নার্স।

এ ঘটনার পর তুলকালাম পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রোগীকে অন্যত্র স্থানান্তরিত করে।  

এর আগে অ্যাসিড পান করে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন শেখ সাবিনা খাতুন। সেখানেই চলছিল তার চিকিৎসা। পরিবারের সদস্যরা এসে দেখেন, অক্সিজেন প্রায় শেষ। এতে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। তা দেখে নার্স এবং চিকিৎসকদের ডাকতে যান রোগীর পরিবারের সদস্যরা। অক্সিজেন দেওয়ার আবেদন জানান।  

রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের আবেদনে সাড়া দেননি কর্তব্যরত নার্স। এই অবস্থায় তারা চাপ দিতেই তাদের পাল্টা হুমকি দিয়ে নার্স বলেন, ‘বিরক্ত করলে ভুল ইনজেকশন দিয়ে রোগীকে মেরে দেব। ’

তবে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার সুদীপ্তরঞ্জন কাড়ার বলেন, ‘নার্সের এই আচরণ বিশ্বাসযোগ্য নয়। তবুও রোগীর বাড়ির লোক অভিযোগ করলে ঘটনার তদন্ত হবে। ’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।