নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানে তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭০ জন।
বুধবার (২৭ অক্টোবর) দেশটির সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র নায়েব হায়দার প্রথমে তাদের এক সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানান, সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। তাএদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, টিএলপি সদস্যরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, একে-৪৭ ও পিস্তলের মতো অস্ত্র ব্যবহার করায় বেশ কয়েকজন হতাহত হন।
পুলিশ জানিয়েছে, টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।
এর আগে, গত শুক্রবার (২২ অক্টোবর) টিএলপির কয়েক হাজার কর্মী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেদিনও দুই পুলিশ সদস্য প্রাণ হারান।
এদিকে টিএলপি দাবি করেছে, সংঘর্ষে তাদেরও কয়েকজন হতাহত হয়েছেন। সূত্র: দ্য ডন ও রয়টার্স
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এমএমজেড