মানামা: বিক্ষোভ এবং প্রতিবাদের মধ্য দিয়েই বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্তি হলো। এদিন রাজধানী মানামাসহ এর উপকণ্ঠের অনেক স্থানে তরুণ বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে প্রতিবাদ বিক্ষোভে লোকসমাগম বাধা দেওয়ার জন্য রাজধানী মানামার বিশাল একটি অংশ বন্ধ করে দেয় বাহরাইনি কর্তৃপক্ষ।
তবে বাহরাইনে অবস্থান করা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি জানায় মানামার কেন্দ্রস্থলের পরিবেশ অনেকটাই শান্ত।
এদিকে বিক্ষোভের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানী মানামার বাইরে শিয়া অধ্যুষিত এলাকা সংলগ্ন রাজধানীমুখী দুটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পুলিশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় । এ সময় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
রাজধানীর মানামার সর্বত্র পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজধানী মানামা থেকে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ছাড়া নগরীর প্রধান বাণিজ্যিক এলাকাগুলোতে সামরিক যানের টহল দিতে দেখা গেছে।
তবে বাধা স্বত্বেও বেশ কিছু বিক্ষোভকারী রাজধানী আশেপাশের শিয়া অধ্যুষিত এলাকাগুলো থেকে রাজধানী অভিমুখে যাওয়ার চেষ্টা করে ।
এ সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে দাবি করেছে দেশটির প্রধান শিয়া বিরোধী গ্রুপ আল ওয়াফেক।
গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিক্ষোভরতদের অধিকাংশই দেশটির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত। বাহরাইনের অধিকাংশ জনগন শিয়া সম্প্রদায়ের হলেও দেশটির শাসন ক্ষমতা পরিচালনা করছে সুন্নী বংশোদ্ভুত রাজপরিবার। দেশের শিয়া সম্প্রদায়ের সঙ্গে বাহরাইনি শাসকেরা বৈষম্য মূলক আচরণ করে আসছে বলে শিয়া সম্প্রদায়ের অভিযোগ।
বাংলাদেশ সময়: ০৫১৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২