দামেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী দেশটির সহিংসতা অধ্যুষিত মধ্যাঞ্চলীয় শহর হোমসে টানা দশমদিনের মত গোলা বর্ষণ করেছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই অভিযোগ করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেসামরিক নাগরিকদের ওপর সিরিয়ার বর্তমান শাসকদের চালানো নির্যাতনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশের ব্যর্থতার ফলেই ক্ষমতাসীনরা বেসামরিক লোকদের ওপর হামলা আরও তীব্রতর করেছে।
এদিকে মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর হামলায় হোমসের বাব আমর উপশহরে কমপক্ষে ৭জন নিহত এবং অপর ২০ ব্যক্তি আহত হয়। সেনারা বেসামরিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগানের গুলিবর্ষণ এবং ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করে।
হোমস নগরীর উপকণ্ঠ বাব আমর ও ইনশাতে প্রতি ১৫ মিনিটে গোলা বর্ষণ করা হচ্ছে বলে জানান এক আন্দোলনকারী।
বাব আমর এলাকাটিকে সিরিয়ার বর্তমান সরকার বিরোধী আন্দোলনের একটি শক্ত ঘাটি হিসেবে বিবেচনা করা হয়। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই সরকারি বাহিনী এই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কঠোর দমনাভিযান চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিরামহীন গোলাবর্ষণ মানুষকে বাড়িঘরে লুকিয়ে থাকতে বাধ্য করছে। ফলে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ।
বাংলাদেশ সময়: ০৫৩৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২