ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২০২০ অলিম্পিকের স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাড়ালো রোম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, ফেব্রুয়ারি ১৫, ২০১২
২০২০ অলিম্পিকের স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাড়ালো রোম

রোম: আগামী ২০২০ সালে অনুষ্ঠেয় অলিম্পিক আয়োজনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালো ইতালির রাজধানী রোম।   ইতালির অর্থনৈতিক সঙ্কটের মুখে এই ধরনের খাতে অর্থব্যয় অযৌত্তিক বলে দেওয়া দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই মূলত অলিম্পিক আয়োজনের স্বপ্নের এ সমাধি ঘটে।



এর প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তার সরকারের পক্ষে ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সম্ভাব্য ব্যয় ১ হাজার ২৫০ কোটি ডলারের যোগানের নিশ্চয়তা দিতে পারা সম্ভব নয়।

স্বাগতিক শহর হিসেবে মনোয়ন লাভের প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নাম প্রস্তাবের সময়সীমা শেষ হবার এক দিন আগেই এই ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী।

রোম বাদে কাতারের রাজধানী দোহা, তুরস্কের ইস্তাম্বুল, জাপানের রাজধানী টোকিও, স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আজারবাইজানের রাজধানী বাকু বিশ্বের গুরুত্বপূর্ণ এই ক্রীড়া প্রতিযোগিতাটি আয়োজনের অন্যতম দাবিদার হিসেবে স্বাগতিক হওয়ার প্রতিযোগিতায় লড়াই করছে।

প্রধানমন্ত্রী মারিও মন্তি মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে তার মন্ত্রী সভার এক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলিম্পিকে স্বাগতিক হওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অর্থনৈতিক সঙ্কটের মুখে ইতালির টালমাটাল পরিস্থিতিতে গত বছরের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লিসকুনির পদত্যাগের পর অর্থনীতির অধ্যাপক মারিও মন্তিকে ইতালির নতুন সরকারের টেকনোক্রাট প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়।

তবে ইতালির প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে ইতালির জাতীয় অলিম্পিক সংস্থার প্রধান বলেন, এই সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেননি। তিনি  এই ঘোষণাকে বেদনাদায়ক হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।