ইসলামাবাদ: পাকিস্তানের জাতীয় সংসদে নিজ দল এবং বিরোধী দলের সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার পর এই সমর্থনকে নৈতিক জয় হিসেবে দেখছেন স্বয়ং গিলানি।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরায় চালু না করার কারণে গিলানিকে সোমবার সুপ্রিম কোর্ট আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করে।
সংসদে প্রশ্নোত্তর পর্বের শুরুর দিকে ঢোকেন গিলানি। নিজ দলীয় এমপিরা এবং বিরোধী দলীয় এমপিরা গিলানিকে এসময় প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা চালু না করায় সাধুবাদ জানান। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যও সমর্থন জানান তারা।
বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান আফতাব আহমেদ খান বলেন, তিনি গিলানির অবস্থানকে সমর্থন জানান।
সংসদের ডেপুটি স্পিকার ফয়সাল করিম গিলানির উদ্দেশ্যে সমর্থন জানিয়ে বলেন, তিনি দুইবার সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন। আর এর মানে দাড়ায় তিনি আইন এবং শাসনের প্রতি শ্রদ্ধাশীল।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২