ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিজ দল এবং বিরোধী দলের সমর্থন আছে গিলানির ওপর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, ফেব্রুয়ারি ১৫, ২০১২
নিজ দল এবং বিরোধী দলের সমর্থন আছে গিলানির ওপর

ইসলামাবাদ: পাকিস্তানের জাতীয় সংসদে নিজ দল এবং বিরোধী দলের সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার পর এই সমর্থনকে নৈতিক জয় হিসেবে দেখছেন স্বয়ং গিলানি।

 প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরায় চালু না করার কারণে গিলানিকে সোমবার সুপ্রিম কোর্ট আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করে।

 সংসদে প্রশ্নোত্তর পর্বের শুরুর দিকে ঢোকেন গিলানি। নিজ দলীয় এমপিরা এবং বিরোধী দলীয় এমপিরা গিলানিকে এসময় প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা চালু না করায় সাধুবাদ জানান। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যও সমর্থন জানান তারা।

 বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান আফতাব আহমেদ খান বলেন, তিনি গিলানির অবস্থানকে সমর্থন জানান।

 সংসদের ডেপুটি স্পিকার ফয়সাল করিম গিলানির উদ্দেশ্যে সমর্থন জানিয়ে বলেন, তিনি দুইবার সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন। আর এর মানে দাড়ায় তিনি আইন এবং শাসনের প্রতি শ্রদ্ধাশীল।

 

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।